আফগানিস্তানে সরকার গঠনের পথে তালিবান

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20210813_095830

 

তালিবান ঘোষণা করেছে, আফগানিস্তানে যুদ্ধ শেষ হয়ে গেছে এবং শিগগিরই সরকার গঠন করা হবে। গতকাল রবিবার তালিবান বাহিনী কাবুলে প্রবেশ করে প্রেসিডেন্ট প্রাসাদের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। আজ সোমবার ভোরে কাবুলে কিছু বিস্ফোরণের শব্দ শোনা গেলেও সেগুলোর উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে পশ্চিমা দেশগুলো তাদের নাগরিকদের সরিয়ে নেয়ার কাজ অব্যাহত রেখেছে। তাছাড়া শত শত আফগান দেশ ছাড়তে মরিয়া চেষ্টায় কাবুল বিমানবন্দরে ভিড় করছে।

 

তালিবান রাজনৈতিক অফিসের এক মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, তারা নিঃসঙ্গভাবে বাস করতে চান না। তিনি বলেন, আমরা দেশের মুক্তি ও জনগণের স্বাধীনতা চেয়েছিলাম, তা পেয়েছি। আমরা আমাদের দেশকে অন্যদের ব্যবহার করতে দেব না। আমরা অন্য কারো ক্ষতি চাই না। বলেন, শিগগিরই নতুন সরকারের বিষয়টি পরিষ্কার হবে।নাসিম শান্তিপূর্ণ আন্তর্জাতিক সম্পর্কেরও আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, আল্লাহর শুকরিয়া। দেশে যুদ্ধের অবসান ঘটেছে।

তিনি বলেন, আমরা দেশের মুক্তি ও জনগণের স্বাধীনতা চেয়েছিলাম, তা পেয়েছি। আমরা আমাদের দেশকে অন্যদের ব্যবহার করতে দেব না। আমরা অন্য কারো ক্ষতি চাই না।

সূত্র : ডেইলি নয়া দিগন্ত

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর