অবশেষে প্রতিবাদে সাড়া, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরে চালু হচ্ছে আরবি

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

images (1)

এনবিটিভি ডেস্ক: অবশেষে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরে চালু হচ্ছে আরবি কোর্স। অনুমোদন দিলেন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। জানানো হয়েছে, ২০২১-২২ শিক্ষাবর্ষের জন্য স্নাতকোত্তর স্তরে শুরু হচ্ছে আরবি বিষয়ের পঠনপাঠন। আসন সংখ্যা রাখা হয়েছে ৮০।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে মুর্শিদাবাদে বিশ্ববিদ্যালয়ের দাবিতে সরব হয়েছিল গোটা জেলাবাসী। তবে বিশ্ববিদ্যালয় তৈরি হলেও স্নাতকোত্তর স্তরে আরবী পড়ার সুযোগ ছিলনা। এই নিয়েও প্রতিবাদে নামেন সংশ্লিষ্ট বিষয়ের পড়ুয়ারা। অবশেষে সেই দাবির পক্ষে সওয়াল দিলেন অধ্যক্ষ। দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর অনুমদনে চলতি বছর থেকেই শুরু হয়ে যাচ্ছে আরবি কোর্স। খুশি পড়ুয়া থেকে গোটা জেলাবাসী।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর