পরিযায়ী শ্রমিকদের উপরে চালিয়ে দেওয়া হলো ট্রেন, মৃত্যু ১৭

এনবিটিভি: লকডাউনে বড়সড় দুর্ঘটনা ঘটে গেল মহারাষ্ট্রে। ঔরাঙ্গাবাদে রেললাইনের উপর শুয়ে থাকা পরিযায়ী শ্রমিকদের উপর দিয়ে চলে গেল ট্রেন৷ ঔরঙ্গাবাদে ভয়াবহ রেলদুর্ঘটনায় মৃত ১৭, আহত ৩ পরিযায়ী শ্রমিক। বাড়ি ফিরছিলেন ওই শ্রমিকরা। ক্লান্ত থাকায় জালনা ঔরাঙ্গাবাদ রেলওয়ে লাইনের উপর ঘুমোচ্ছিলেন তাঁরা।ওই লাইনের উপর পণ্যবাহী ট্রেন যাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে৷আজ, শুক্রবার সকাল ৬:৩০ নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে।

Latest articles

Related articles