অধিকৃত পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) একটি ব্যাটালিয়নের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।
এই সিদ্ধান্তে ক্ষুদ্ধ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিলো বাইডেন প্রশাসন।
সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ‘নেৎজাহ ইহুদা’ নামক পদাতিক ব্যাটালিয়নটির বিরুদ্ধে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতায় জড়িত হওয়ার অভিযোগ রয়েছে।
অভিযোগ রয়েছে, ২০২২ সালে ৭৮ বছর বয়সী ফিলিস্তিনি-মার্কিন নাগরিক ওমর আসাদের মৃত্যুর ঘটনায় এই ব্যাটালিয়নটি যুক্ত রয়েছে। ওই ব্যাটালিয়নের সেনাদের হাতে আটক থাকা অবস্থায় তিনি মারা যান। ম
নিষেধাজ্ঞার সংবাদের প্রতিক্রিয়ায় নেতানিয়াহু বলেছেন, আইডিএফকে নিষেধাজ্ঞা দেওয়া উচিত নয়। আমি বাইডেন প্রশাসনের সঙ্গে আমার কথোপকথনসহ ইসরায়েলি নাগরিকদের নিষেধাজ্ঞার বিরুদ্ধে কাজ করছি।