কৃষিজমি নষ্ট করে চাই না বিমানবন্দর, দাবি ভাঙ্গড় কৃষকদের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

ভাঙ্গড় কৃষক।
ভাঙ্গড় কৃষক।

ভাঙ্গড়, এনবিটিভি: রাজ্যে দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর তৈরী করতে চায় রাজ্য সরকার। তাই ভালো জায়গা নির্বাচনের নির্দেশ দেওয়া হয় জেলা প্রসাশনকে। তখন বিমানবন্দরের জন্য অনুকূল জায়গা হিসাবে নাম উঠে আসে ভঙ্গরের। এই খবর সংবাদ মাধম্যে সম্প্রচারিত হলে উত্তেজনা ছড়ায় ভাঙ্গরবাসীর মধ্যে।

 ভাঙ্গরবাসীদের মধ্যে বেশির ভাগ পেশায় কৃষিজিবি। তারা বলেন, তারা এইখানে কখনই বিমানবন্দর হতে দেবেননা। তাদের এই জমি উর্বর চার ফসলী জমি। বিমাবন্দর হলে তারা কাজ হারাবেন ও তাদের ভিটে মাটি ছাড়তে হবে। তারা আরও বলেন, এই খানে উৎপাদিত সমস্ত শস্য ও ফসল আমরা কলকাতায় রপ্তানী করি। এইখানে বিমানবন্দর হলে আমাদের ভিটেমাটি ছাড়া হতে হবে।

ওই অঞ্চলের আইএসএফ বিধায়ক, নওশাদ সিদ্দিক বলেন, তারা এইখানে কোনো প্রকার বিমানবন্দর হতে দেবেননা। যদি বিমানবন্দর হয় তাহলে  সকলে মিলে এর বিরূদ্ধে তীব্র আন্দোলন শুরু করবে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর