Friday, February 21, 2025
19 C
Kolkata

“চোরে চোরে মাসতুতো ভাই ” : CBI একথা আবার প্রমাণ করল,নিয়োগ দুর্নীতির স্ক্যানারে একাধিক বিজেপি নেতা-নেত্রীদের নামের তালিকা এলো প্রকাশ্যে

২০১৬ সালের নিয়োগ দুর্নীতিতে চাঞ্চল্যকর নথিপত্র : সুপারিশের পেছনে বিজেপির রাজনৈতিক প্রভাবশালী নেতানেত্রী!

গত শুক্রবার আদালতে সিবিআই কিছু নথি জমা দেয়, যা সামনে আনে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে কর্মী নিয়োগে সুপারিশ পাঠানোর প্রক্রিয়া ও এর সাথে জড়িত ব্যক্তিদের নাম। বিকাশ ভবনের তল্লাশি থেকে উদ্ধার হওয়া এই নথিপত্রে দেখা যায়, সুপারিশপত্রের তালিকায় উভয় পক্ষের – তৃণমূল ও বিজেপি – নেতানেত্রীদের নাম অন্তর্ভুক্ত রয়েছে।

নথিতে জানা গেছে, প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যের নিকট মোট ৩২১টি সুপারিশপত্র পাঠানো হয়েছিল, যার মধ্যে ১৩০-এর বেশি চাকরি নিশ্চিত হয়। তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই নামের তালিকা প্রেরণ করতেন। নথিতে উল্লেখিত তথ্য অনুযায়ী, বিজেপি নেত্রী ভারতী ঘোষ চারজন ব্যক্তির চাকরির সুপারিশ করেছিলেন। অপরদিকে, তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী তার সময়ে ২০ জনের সুপারিশ পাঠানোর অভিযোগ প্রস্তাবিত হয়েছে। এছাড়া, শিউলি সাহা ও মমতাবালা ঠাকুরের তরফ থেকে নিয়োগ প্রক্রিয়ায় সুপারিশ দেওয়ার অভিযোগ উঠেছে।

সিবিআই সূত্রে জানা যায়, এই নথি প্রাপ্তির মাধ্যমে কেন্দ্রীয় এজেন্সি বিষয়টি গভীরভাবে তদন্ত করছে। আদালতে জমা দেওয়া নথিপত্র থেকেই তথ্য ফাঁস হয়েছে, যা নিয়োগ প্রক্রিয়ায় অবৈধ প্রভাব ও রাজনৈতিক আঘাতের অভিযোগকে তীব্র করে তুলেছে।

নথি নিয়ে প্রতিক্রিয়ায়, বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারী “নো কমেন্টস” বলে বক্তব্য রেখেছেন। অন্যদিকে, বিজেপি নেত্রী ভারতী ঘোষ বলেন, “যখন সিবিআই আমার নাম পায়, তখন আমাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা উচিত ছিল – আমি একবারও ডাকনি। এসপি-র সময় হাজার হাজার মানুষের উপকার করেছি এবং সমস্ত সুপারিশ আইনের আওতায় থেকে করেছি।”

এদিকে, তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর স্পষ্ট করে বলেছিলেন, “আমি এমন কোন কাজ কখনও করিনি।” আর রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যুক্তি দেন, “যাঁদের সুপারিশে বেআইনি নিয়োগ হয়েছে, তার মধ্যে কোনো বিজেপির লোক নেই।”

এই নথিপত্র ও উত্থাপিত তথ্য সংশ্লিষ্ট নিয়োগ দুর্নীতির মামলায় তদন্তের নতুন দিক উন্মোচন করেছে। বিচার প্রক্রিয়ায় এই নথির গুরুত্ব পরবর্তী তদন্ত ও প্রমাণের ভিত্তিতে আরও স্পষ্ট হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

Hot this week

মোদির গুজরাট মডেলের কালো দিক উন্নয়নের জাঁকজমকের আড়ালে চির বঞ্চিত শ্রমিকের শোষণ ও অত্যাচারের মর্মান্তিক কাহিনী

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ৩৩২ ভারতীয়কে হাতে-পায়ে পায়ে শিকল...

উত্তপ্ত পরিস্থিতিতে ভারত বনাম বাংলাদেশ ক্রিকেট কি পারবে ভ্রাতৃত্ব স্থাপনে উদ্যোগী হতে?

উত্তপ্ত লোহার তাওয়া জলে চুবালে যে প্রতিক্রিয়া হয় এও...

গাজা-লেবাননে ইসরায়েলের হত্যালীলায় কি আমেরিকার কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ?

শীর্ষ মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ক্লাউড...

Topics

গাজা-লেবাননে ইসরায়েলের হত্যালীলায় কি আমেরিকার কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ?

শীর্ষ মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ক্লাউড...

ভারতের নির্বাচনে ট্রাম্প প্রশাসনের হস্তক্ষেপের অভিযোগ: এলন মাস্কের ডোজের ২১ মিলিয়ন ডলার অনুদান বাতিল

১৯ই ফেব্রুয়ারি, ২০২৫, যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি (ডোজ),...

মালদা হরিশচন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে আগুন : বিষাক্ত ধোঁয়ার দাপটে হুড়োহুড়ি রোগীদের

মঙ্গলবার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড। বায়োমেডিক্যাল ওয়েস্ট...

Related Articles

Popular Categories