এনবিটিভি নিউজ ডেস্ক, পশ্চিম বর্ধমান আসানসোল, ২৬ জুলাই: মহামারী করোনা প্রাক্কালে অনেক মানুষ রুজি রোজগার হারিয়েছে তার ফলে খাদ্য সংকট দেখা দিয়েছে বিভিন্ন এলাকায়। বিভিন্ন স্বেচ্ছাসেবী ও রাজনৈতিক দল বিভিন্ন মানুষকে এই সময়ে সহযোগিতা করেছেন l পুনরায় আবার লকডাউন হওয়ার ফলে সাধারণ মানুষ অসুবিধায় পড়েছে সপ্তাহের দ্বিতীয় দিন লাভ টাউন হলেও বিভিন্ন মানুষের খাদ্য সমস্যা দেখা গিয়েছে। তাই রবিবার পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ড কল্লা তফসি বাবার মন্দিরের সামনে ৩০০ অসহায় পরিবারদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। এদিন খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানের পাশাপাশি ওই গ্রামে ঢোকার সময় জাঁকজমকভাবে ব্যান্ড পার্টি নিয়ে রাজ্যের মন্ত্রী তৃণমূলের নতুন চেয়ারম্যান কে স্বাগতা জানানোর পাশাপাশি সংবর্ধনা দেয়া হয় এদিন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোলের এম আই সি অভিজিৎ ঘটক, স্থানীয় কাউন্সিলর শ্যাম সরেন সহ তৃণমূল কর্মী সমর্থকরা।
Related articles