তিনজন ন্যাশানাল খেলোয়াড়কে সাহায্য দান বারাবনি বিধায়কের

এনবিটিভি, নিজস্ব সংবাদদাতা: সালানপুর ব্লকএ আজ বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় তিনজন ন্যাশনাল খেলোয়ার কে পুষ্টি জাতীয় খাদ্য সামগ্রী ও জুতো কেনার জন্য ২০০০ টাকা করে সাহায্য করলেন। রুপনারায়নপুর মহাবীর কলোনির বাসিন্দা নেহা সাউ একজন ন্যাশনাল বক্সার চ্যাম্পিয়ন ও তার বোন নিশা সাউ একজন জিমন্যাস্টিকস ন্যাশনাল প্লেয়ার, অন্যদিকে রুপনারায়নপুর ডাবর মোড়ের বাসিন্দা ঐশ্বর্যা সাউ তিনি একজন জিমন্যাস্টিকস প্লেয়ার বারাবনির বিধায়ক এদের সকলের পাশে দাঁড়াবার কথা দিয়েছেন৷ তিনি বলেছেন তাদের যখনই যা প্রয়োজন হবে তারা যেন নিঃসংকোচে আমাকে জানান আমি আমার সাধ্যমত সাহায্য করার চেষ্টা করবো।এই কর্মসূচিতে বারাবনির বিধায়ক এর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মদক্ষ ও সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট মোহাম্মদ আরমান, সাধারণ সম্পাদক ভোলা সিং, পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী ঘাসি কর্মকার ,আশুতোষ তেওয়ারি, বাপি ভান্ডারী, বীর সিং, পিন্টু সিং সহ আরো অনেকে।

Latest articles

Related articles