ক্যানিংয়ে বিরল প্রজাতির তিনটি পেঁচা উদ্ধার, বনদপ্তরের হাতে তুলে দিলেন স্থানীয় বাসিন্দা

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

বিরল প্রজাতির তিনটি পেঁচা।
বিরল প্রজাতির তিনটি পেঁচা।

এনবিটিভি, ক্যানিংঃ  বিরল প্রজাতির তিনটি পেঁচা উদ্ধার করে বনদফতরের হাতে তুলে দিলেন এক পরিবার। ঘটনাটি  ক্যানিংয়ের হাটপুকুরিয়া গ্রামের।

স্থানীয় সুত্রে জানাগিয়েছে, হাটপুকুরিয়া গ্রামের বাসিন্দা সোহরাব ঘরামীর ঘরের চিলেকোঠা পরিষ্কার করছিলেন। আচমকা তাঁর নজরে পড়ে তিনটি পাখি শাবক। পরে জানতে পারেন শাবক তিনটি বিরল প্রজাতির পেঁচা।  কাকের হাত থেকে  তাদের কে অতি যত্নে উদ্ধার করেন। তড়িঘড়ি স্থানীয় পরিবেশপ্রেমী যুবক সিরাজ ঘরামীর সাথে যোগাযোগ করে তাঁর হাতে তিনটি পেঁচা তুলে দেওয়া হয়। পরে সিরাজ ঘরামী পেঁচা শাবক তিনটি বনদফতরের হাতে তুলে দেয়।

 সিরাজ ঘরামী জানিয়েছেন, “তিনটি বিরল প্রজাতির পেঁচা শাবক হাটপুকুরিয়া গ্রামে এক পরিবারের বাড়িতে থেকে উদ্ধার করা হয়। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এবং পেঁচাশাবক তিনটি যাতে সুস্থ ভাবে তাদের পরিবেশে বাঁচতে পারে তার জন্য অতি যত্নসহকারে বনদফতরের হাতে তুলেদিয়েছি।”

বনদপ্তর সুত্রের খবর, “পেঁচা তিনটি একটু বড় হলেই তাদের কে তাদের উপযুক্ত পরিবেশে ছেড়ে দেওয়া হবে।”

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর