পঞ্চায়েত নির্বাচনতৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে প্রায় সাড়ে চারশো অভিযোগ জানানো হয়েছে পঞ্চায়েত নির্বাচন

এনবিটিভি, ওয়েব ডেস্ক: বিরোধীদের ষড়যন্ত্র, খুনের রাজনীতি এবং কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে রাজ্যের শাসকদল তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে প্রায় সাড়ে চারশো অভিযোগ জানানো হয়েছে।

বিরোধীদের দাবি, তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়েছে সাধারণ মানুষ। তাই জায়গায় জায়গায় তৃণমূল নেতা-কর্মীরা মার খেয়েছেন। ভোট লুট করতে এসে গণপ্রতিরোধের মুখে পড়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।

এই প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “রাজ্যে প্রায় ৬১ হাজার বুথ। সেই নিরিখে সাড়ে ৪৫০ অভিযোগ তো শতাংশের হিসেবেই আসে না। হারবে জেনেও কিছু পকেটে বিরোধীরা গন্ডগোল করেছে।”

Latest articles

Related articles