নন্দীগ্রামে অনেকটাই এগিয়ে গিয়েছে তৃণমূল

এনবিটিভি, ওয়েব ডেস্ক: পঞ্চায়েত ভোটে হাইভোল্টেজ কেন্দ্রগুলির মধ্যে অন্যতম নন্দীগ্রাম। স্বাভাবিকভাবেই সেদিকে নজর ছিল রাজনৈতিক মহলের। মঙ্গলবার সন্ধে অবধি সরকারিভাবে জয়ের খতিয়ান না পাওয়া গেলেও নন্দীগ্রাম-সহ জেলার সার্বিক চিত্রটা মোটামুটি স্পষ্ট হয়ে গিয়েছে। সন্ধে অবধি পাওয়া খবর অনুযায়ী, নন্দীগ্রামের দু’টি ব্লকের মধ্য়ে তৃণমূল বনাম বিজেপির জোর টক্কর চলছে। তবে পূর্ব মেদিনীপুর জেলায় বিজেপিকে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে গিয়েছে তৃণমূল।

সূত্র মারফত পাওয়া তথ্য অনুযায়ী, নন্দীগ্রাম ১ ব্লকে গ্রাম পঞ্চায়েতের সংখ্যা মোট ১০টি। এর মধ্যে ৫টি পঞ্চায়েতে জয়ের পথে বিজেপি, বাকি ৫টিতে এগিয়ে তৃণমূল। নন্দীগ্রাম ২ ব্লকের ৭টি গ্রাম পঞ্চায়েতের মধ্য়ে ৫টিতে এগিয়ে বিজেপি, বাকি দু’টিতে তৃণমূল। ২০১৮ সালে এই আসনগুলিতে একচেটিয়া আধিপত্য ছিল তৃণমূলের। এবার সেই চিত্রে সামান্য় বদল এসেছে। তবে চূড়ান্ত ছবিটা এখনও সামনে আসতে অনেকটা সময় বাকি।

Latest articles

Related articles