এনবিটিভি, ওয়েব ডেস্ক: এবার অশান্ত মণিপুরে ‘ফ্যাক্ট ফাইন্ডিং টিম’ পাঠাচ্ছে তৃণমূল। আগামী ১৪ জুলাই উত্তর পূর্বের রাজ্যে যাচ্ছেন তৃণমূলের ৫ প্রতিনিধি। ৫ সদস্য থাকছেন তৃণমূলের প্রতিনিধি দলে। থাকছেন ডেরেক ও ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, দোলা সেন এবং সুস্মিতা দেব।
টুইটারে তণমূলের তরফে লেখা হয়, “ডবল ইঞ্জিন সরকারের রাজ্য মণিপুর জ্বলছে তিন মাস ধরে। কিন্তু বিজেপি সরকার সেদিকে ভ্রুক্ষেপই করেনি। তাই তৃণমূল প্রতিনিধি দল সেখানে পৌঁছে কিছুটা স্বস্তি দেবে মানুষকে।”