এনবিটিভি, ওয়েব ডেস্ক: পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যে রক্তের হোলি অব্যাহত। ফের শুটআউট দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে। গুলিবিদ্ধ হলেন খগেন খাটুয়া নামে এক তৃণমূল কর্মী। তিনি হিরন্ময়পুর এলাকার বাসিন্দা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
জানা গিয়েছে, সোমবার রাতে নফরগঞ্জ এলাকা দিয়ে দলীয় বৈঠক সেরে বাড়ি ফেরার সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। গুলি লাগে তাঁর পায়ের পিছনদিকে। এরপর তাকে বাসন্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। প্রাথমিক চিকিৎসার পর তাকে পাঠানো হয়েছে কলকাতার এক হাসপাতালে। অভিযুক্ত ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।