এনবিটিভি, ওয়েব ডেস্ক: ভোটগণনা শেষ না হতেই তৃণমূল কর্মীদের ‘চোর, চোর’ স্লোগান তুলে মারধরের অভিযোগ। মুর্শিদাবাদের রানিনগর বাজারে তীব্র উত্তেজনা।
তৃণমূল কর্মীরা ভোটগণনা কেন্দ্র থেকে টোটোয় করে বাড়ি ফিরছিলেন। সেই সময় তাঁদের লক্ষ্য করে বাম-কংগ্রেস জোট কর্মীরা ‘চোর, চোর’ স্লোগান তুলে মারধর করে বলে অভিযোগ। তৃণমূলের তোলা অভিযোগ অস্বীকার করে বাম-কংগ্রেস নেতৃত্ব। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।