জয় শ্রীরাম স্লোগান দেওয়ায় বিজেপি কর্মীর কান কাটল তৃণমূল কর্মীরা!

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20210330_122448

নিউজ ডেস্ক : নির্বাচন কমিশন এবং সুপ্রিম কোর্ট থেকে বারবার ধর্মীয় স্লোগান, প্রতীক বা ধর্মীয় কারণকে সামনে রেখে ভোট ময়দানে প্রচার চালাতে নিষেধ করা হলেও বিজেপির জন্য তা বাধা হয়ে দাঁড়ায়নি। জয় শ্রীরাম স্লোগান দিয়ে দিব্যি রাজনীতি করে যাচ্ছে কেন্দ্রের শাসক দল বিজেপি। নির্বাচন কমিশন বিষয়টিকে কোনো গুরুত্বই দেয়নি এতদিন। কিন্তু এই স্লোগানটি বিজেপি এবং তাদের সহযোগী উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলি সর্বদাই সন্ত্রাস এবং সাম্প্রদায়িক ঘৃণার বাতাবরণ তৈরি করার জন্য কাজে লাগিয়ে আসছে। এই স্লোগান তুলে কত জায়গায় গেরুয়া সন্ত্রাসীদের সমর্থন করা হয়েছে, হত্যা করা হয়েছে অনেক নিরীহ মুসলিমকে, এমনকি কিছু দিন আগে ধর্ষণ করা হয়েছে একই স্লোগান ব্যবহার করে। সে কারণেই রাজ্য তথা দেশের সাধারণ মানুষের মনে এই স্লোগান এর কারণেই সঞ্চার হয় এক অকৃত্রিম ভয়ের। এবার জলপাইগুড়িতে হোলি খেলার সময় জয় শ্রীরাম স্লোগান দেওয়ার কারণে এক বিজেপি কর্মীর কান কেটে নিল তৃণমূল কর্মী সমর্থকরা। ওই স্লোগান দেওয়া বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর চালিয়েছে তৃণমূল কর্মীরা এমন অভিযোগ করা হয়েছে বিজেপি নেতৃত্বের তরফ থেকে।

 

সোমবার রাজ্যজুড়ে হোলি খেলা হচ্ছিল। জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের পাদ্রী কুটির এলাকায় এক তৃণমূল কর্মীকে রঙের টিকা পরিয়ে শ্রীরাম স্লোগান দেন বিজেপি কর্মী। এই ঘটনার কিছুক্ষণ পর দুষ্কৃতীরা এসে তাঁর বাড়িঘর, পার্টি অফিস, বাইক ভাঙচুর করে বলে অভিযোগ। গ্রামের মহিলাদের অকথ্য ভাষায় গালিগালাজ করারও অভিযোগ উঠেছে। এমনকী, ধারালো অস্ত্রের আঘাতে ওই বিজেপি কর্মীর কানের একাংশ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। রাতেই তাঁকে হাসপাতালে ভরতি করা হয়।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর