আসানসোল, এনবিটিভি ডেস্ক: আসানসোলের বার্নপুরে দুয়ারে সরকার শিবির পরিদর্শন করলেন আসানসোল পৌরনিগমের 78 নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অশোক রুদ্র এবং 98 নম্বর ওয়ার্ডের কাউন্সিলার কহকেশা রিয়াজ।শনিবার এই পরিদর্শন করেন।
জানা গিয়েছে,এদিন বার্নপুরে দুয়ারে সরকার শিবিরের আয়োজন করা হয়।শিবিরে বহু মানুষেরা এসে সরাসরি সুযোগ সুবিধার জন্য আবেদন করেছেন।এই শিবিরের কাজকর্ম কেমন চলছে তা পরিদর্শন করলেন আসানসোল পৌরনিগমের 78 নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অশোক রুদ্র এবং 98 নম্বর ওয়ার্ডের কাউন্সিলার কহকেশা রিয়াজ।