ট্রাকে মহিষ পরিবহনের অপরাধে ছত্রিশগড়ে দুই মুসলিম ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে গোরক্ষকদের একটি দল।
ছত্তিশগড়ের রায়পুরে শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। নিহতরা উত্তরপ্রদেশের সাহারানপুরের বাসিন্দা।
মহানদীতে চাঁদ মিয়া ও গুড্ডু খানের নামে ওই দুই মুসলিম ব্যবসায়ীর লাশ পাওয়অ গেছে। আরেক মুসলিম ব্যবসায়ী সাদ্দাম খানের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
জানা যায়, তিনজন ব্যবসায়ী একটি ট্রাকে মহিষ নিয়ে সাহারানপুর থেকে ওড়িশায় যাচ্ছিলেন। তাদের গোরক্ষকদের একটি দল অনুসরণ করতে শুরু করে। আড়ংয়ের কাছে একটি সেতুতে ট্রাকের চাকা পাংচার হলে এক ডজন লোক এসে তাদের বেধড়ক মারধর করতে শুরু করে।
পুলিশ কর্মকর্তা শৈলেন্দ্র সিং শ্যাম জানিয়েছেন, আমাদের সন্দেহ কেউ পরিকল্পনা করেই ওই ব্রিজে পেরেকে রেখেছিল। যাতে টায়ার ফেটে গেলে তাদের মারধর করা যায়।
হাসপাতালে ভর্তি হওয়া সাদ্দাম বলেন, হামলাকারীরা চাঁদ মিয়া ও গুড্ডু খানকে ট্রাক থেকে ফেলে মারধর করতে শুরু করে। ঘটনাস্থলেই চাঁদ মিয়া মারা যান। গুরুতর আহত গুড্ডু খানকে মহাসমুন্দ জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গুরুতর আহত সাদ্দামকে রায়পুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।