এনবিটিভি ডেস্ক, মালদা: মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। রবিবার সকালে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের আউটডোরের সামনে থেকে অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে ইংরেজবাজার থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায় বেশ কিছুদিন ধরেই এই ব্যক্তিকে হাসপাতাল চত্বর এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যেত। আজ সকালে তাকে অচৈতন্য অবস্থায় আউটডোরে সামনে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে এই খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৫০ বছর। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Related articles