এনবিটিভি, ওয়েব ডেস্ক: ফের প্রস্রাব কান্ড বিজেপি শাসিত রাজ্যে। এবার ঘটনাটি ঘটলো যোগীরাজ্যে, অর্থাৎ উত্তরপ্তদেশে। তাও আবার আরএসএসের কার্যালয়ের দেওয়ালে।
ঘটনাটি সাহজাহানপুরের। এই কাণ্ডটি ঘটান কয়েকজন মত্ত যুবক। পাহারায় থাকা যুবক বাধা দেওয়ায় তাকে মারধর করা হয়। এরপর অস্ত্র নিয়ে ফিরে এসে আরএসএসএর কার্যালয়ে ঢুকে ভাঙচুর করে তারা। এলাকাবাসীদের উপরও হামলা চালায় বলে অভিযোগ এবং গুরুতর আহত হন ৪০ জন স্থানীয় বাসিন্দা। পুলিশ এসে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনলেও গ্রেপ্তারির এখনো অবধি কোন খবর নেই।