এনবিটিভি, ওয়েব ডেস্ক: অনুব্রতহীন বীরভূমেও ঘাসফুলের রমরমা। বগটুইয়ের চারটি আসনেই জয়ী তৃণমূল। বড়শাল পঞ্চায়েতও তৃণমূলের দখলে। বড়শাল পঞ্চায়েতের ২২টি আসনের মধ্যে ১১টিতে তৃণমূল জয়লাভ করে। আর ৮টি বিজেপি ও ৩টি আসনে জয়ী জোট প্রার্থী জয়লাভ করেন।
তৃণমূলের বিধায়ক তথা জেলা চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায় জানান, “মুখ্যমন্ত্রী যেভাবে বগটুই গ্রামে এসে মানুষের পাশে দাঁড়িয়েছেন এটা তার ফল। একইসঙ্গে এটা একটা কুৎসার জবাব।” বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা জানান, “পর্যালোচনা করে দেখতে হবে। অবশ্য আমাদের তো এলাকায় প্রার্থীই দিতে দেয়নি তৃণমূল।”