আমি আর আপনি যে পৃথিবীতে বাস করি, তার ৭১ শতাংশ জল এবং ২৯ শতাংশ স্থল, এই ভারসাম্যটি যদি বিঘ্নিত হয় তাহলে আমার, আপনার আগামী প্রজন্ম পড়বে একটা চূড়ান্ত অনিশ্চয়তার মাঝে। এই ৭১% জলের মধ্যে ৭৯.৫০ শতাংশ নোনা জল এবং মিষ্টি জলের পরিমাণ রয়েছে মাত্র ২.৫ শতাংশ।
পশ্চিমবঙ্গই নাম্বার ওয়ান…। বেআইনি সকল প্রকার কার্যকলাপের ক্ষেত্রে পশ্চিমবঙ্গই প্রথম সারিতে। পশ্চিমবঙ্গে বেআইনিভাবে ভূগর্ভস্থ জল তোলার অভিযোগ উঠছে। খবর পাওয়া যাচ্ছে, বেআইনিভাবে ভূগর্ভস্থ জল তোলার দৌড়ে, অন্যান্য রাজ্যের তুলনায় এগিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার অথরিটি একটি রিপোর্টে ভয়াবহ অভিযোগ উঠে এসেছে। তাদের তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে বেআইনিভাবে ৩৫৬৫ টি জায়গায় ভূগর্ভস্থ জল উত্তোলনের অভিযোগ উঠে এসেছে, যা এখনো সমগ্র ভারতবর্ষে সর্বাধিক। খবর সামনে আসা মাত্রই, প্রশাসনের পক্ষ থেকে ৪৫ টি নলকূপ দ্রুততার সঙ্গে বন্ধ করা হয়েছে। এই ঘৃণ্যতম অপরাধের বিরুদ্ধে ১.৮৫ কোটি টাকার জরিমানা ধার্য করা হয়েছে, এমনটাই জানা যাচ্ছে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের মাধ্যমে।
বর্তমানে, ভারতবর্ষে প্রায় এগারোটি রাজ্যের মানুষ পানীয় জলের অভাব বোধ করছে। তার মধ্যে অন্যতম প্রধান রাজ্যগুলি হল রাজস্থান, তামিলনাড়ু এবং বিহার। সূত্রে খবর ভারতবর্ষে জলের অভাবে এবং জল বাহিত রোগে প্রতিবছর আনুমানিক ২ লক্ষ মানুষ মারা যায়। তাই নিজে সচেতন হোন এবং পারিপার্শ্বিক সমাজকে সচেতন করুন।