গণনার দিনও হিংসা নিয়ে সরব রাজ্যপাল সিভি আনন্দ বোস

এনবিটিভি, ওয়েব ডেস্ক: ভোটের দিনের মতো ভোট গণনার দিনও হিংসা নিয়ে সরব রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবনে সাংবাদিক বৈঠকে তিনি বলেন,”গণতন্ত্রের সবচেয়ে বড় শত্রু হল হিংসা। গণতন্ত্রের দ্বিতীয় বড় শত্রু দুর্নীতি। দুর্নীতি এবং হিংসার বিরুদ্ধে ক্রুসেড প্রয়োজন। ভোটের দিনে এক ফোঁটা রক্তপাতও সার্বভৌমত্বের উপর হামলা।”

রাজ্যপাল বলছেন, “গণতন্ত্রে সব দল গুরুত্বপূর্ণ। ছোট-বড় কোনও দলকেই কম গুরুত্বপূর্ণ ভাবার কারণ নেই। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মানুষ।” সিভি আনন্দ বোস বলছেন, “রাজনৈতিক লড়াইয়ে ভিন্নমত থাকবেই। কিন্তু সবাইকে সঙ্গে নিয়ে চলতে হবে।” 

Latest articles

Related articles