এনবিটিভি ডেস্ক: দিল্লিতে থাকলেও বিজেপির নির্বাচন প্রস্তুতির বৈঠক এড়িয়েছেন মুকুল রায়। যা নিয়ে রীতিমতো জল্পনা শুরু হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক চলছে রাজ্য বিজেপি নেতাদের। ২০২১-এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়েই রাজ্য নেতাদের সঙ্গে কথা বলছেন কেন্দ্রীয় নেতৃত্ব। এমন গুরুত্বপূর্ণ বৈঠকে দিল্লিতে থেকেও কেন সেই বৈঠকে যোগ দিলেন না, কলকাতায় ফিরে তা ফাঁস করলেন মুকুল রায় নিজেই।
শনিবার দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে নামেন বিজেপি নেতা মুকুল রায়। স্বভাবতই কৌতূহলী সাংবাদিকরা তাঁকে ঘিরে ধরেন। দিল্লিতে বিজেপির রাজ্য নেতাদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের গুরুত্বপূর্ণ আলোচনায় তাঁর না থাকার কারণ জানতে চান সাংবাদিকরা।
উত্তরে মুকুল রায় জানান, তাঁর চোখে ইনজেকশন নিতে হবে। সেই কারণেই তড়িঘড়ি কলকাতায় ফিরে এসেছেন তিনি। তবে দিল্লিতে প্রথম দিনের বৈঠকে তিনি যোগ দিয়েছিলেন বলে জানিয়েছেন।
দলের রাজ্য নেতাদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের আলোচনা চলছে। দিল্লিতে থেকেও মুকুল রায় সেই আলোচনায় যোগ না দেওয়ায় স্বভাবতই জল্পনা বাড়ে। তবে কি বিজেপিতে মুকুল-জমানা শেষের পথে? এমনও জল্পনা তৈরি হয়।
এমনকী মুকুল রায় দলের বৈঠকে না থাকা সম্পর্কে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘মুকুল রায় আগের বৈঠকে ছিলেন। করোনার জেরে দিন কয়েক দূরে দূরে থাকছেন। বৈঠকে না থাকার কথা আগে জানিয়েছিলেন। সম্ভবত উনি কলকাতা চলে যাচ্ছেন।’
দিল্লিতে থাকাকালীন অবশ্য দলের বৈঠকে না থাকার কারণ জানাননি মুকুল রায়। তবে কলকাতায় ফিরেই সেই কারণটি স্পষ্ট করলেন।
এদিন কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুকুল রায় আরও জানান, বৈঠকের সময়ের মধ্যেই তাঁর ইনজেকশন নেওয়ার সময় হয়ে গিয়েছে, এটা তাঁর খেয়াল ছিল না। তাই বাধ্য হয়েই তিনি ফিরে এসেছেন। তবে তাঁর দিল্লির বৈঠক ছেড়ে কলকাতায় ফিরে আসার পিছনে অন্য কোনও কারণ নেই বলেও জানান এই বিজেপি নেতা।