‘ভুলেও সিএএতে আবেদন করবেন না। বিদেশি হয়ে যাবেন।’ বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রোববার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে তৃণমূলের প্রার্থী বিপ্লব মিত্রের এক নির্বাচনী প্রচার সভায় একথা বলেন তিনি।
বিজেপিকে হুমকি দিয়ে তিনি বলেন, ‘বাংলায় আমরা সিএএ কার্যকর হতে দেব না। কার্যকর করার দায়িত্ব আমাদের সরকারের। আমরা তা করব না। সিএএর নামে বিভাজন মেনে নেব না। মানব না।’
একইদিন দুপুরে মুর্শিদাবাদের জলঙ্গীর এক নির্বাচনী সভায় কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, বাংলায় বিজেপি ক্ষমতায় আসবে। নাগরিকত্ব আইন কেউ রুখতে পারবে না। সিএএ কার্যকর হবেই। বাংলার মানুষ মোদিজিকে (নরেন্দ্র মোদি) ভালোবাসেন বলে মমতাদির এত ভয়। তাই অপরাধের তদন্তে গেলে ইডি, সিবিআইর কর্মকর্তারা লাঞ্ছিত হন।