“উত্তর প্রদেশ ধর্ষণের রাজধানী” যোগিকে ট্যুইট করে একহাত নিলেন সায়নী

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

saayoni--630x420

কট্টর হিন্দুত্ববাদী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পশ্চিমবঙ্গে এসে এক আনুষ্ঠানিক সভায় বলে গিয়েছেন,’ পশ্চিমবঙ্গে মহিলারা সুরক্ষিত নয়। এছাড়াও পশ্চিমবঙ্গে বাড়ছে পারস্পারিক হিংসা এবং বিরোধিতা যা একটি রাজ্য সহ একটি দেশের জন্য কল্যাণকর নয়’। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এর এই মন্তব্যের পাল্টা জবাবে তৃণমূলের সংসদ অভিনেত্রী সায়নী এক টুইট বার্তায় বলেন “নিজে কাচের ঘরে থেকে অন্যের ঘরে ঢিল মারা উচিত নয়”।

‘পশ্চিমবঙ্গ মহিলাদের জন্য সুরক্ষিত নয়’ এই মন্তব্যে সায়নী বুধবার এক টুইট করে বলেন “যে রাজ্য ধর্ষণ আর অত্যাচারের চরম পর্যায়ে অবস্থান করছেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর পশ্চিমবঙ্গে এসে নাক বড় করে এমন কথা বলাটা মোটেও উচিত হয়নি”। এছাড়াও, উত্তরপ্রদেশ কে “ধর্ষণের রাজধানী” বলে আখ্যায়িত করেছেন তৃণমূলে যোগদানকারী অভিনেত্রী সায়নী।

সায়নী বলেন, “নিজে কাচের বাড়িতে থেকে অন্যের বাড়িতে ঢিল ছোড়া উচিত নয়”। যোগী আদিত্যনাথ কে খোটা দিয়ে টুইট করে সায়নী বলেন ‘আজও মনে আছে এক নির্যাতিতা মেয়ের অসহায় বাবার গুলি করে হত্যার কথা’। উত্তরপ্রদেশের মহিলা ধর্ষণ ও নির্যাতিত হওয়ার বিষয় নিয়ে সায়নীর পাশা পাশি মুখ খুলেছেন তৃণমূল সাংসদ নুসরাত জাহান ও। নুসরাত বলেন “নিজের রাজ্যে কেন মহিলাদেরকে সুরক্ষিত করতে অপরাগ হিন্দু দরদী বিজেপি সরকার! যে কিনা নিজের রাজ্যের সুরক্ষা নিশ্চিত করতে পারে না সে আসে আমাদের পশ্চিমবঙ্গে ভোট সম্প্রচারে”!।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর