এনবিটিভি ডেস্ক: অসমের বন্যা মারা গিয়েছেন আরও ২ জন। এনিয়ে বন্যায় মারা গেলেন ৩৭ জন। রাজ্যের সাতটি জেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এপর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছেন ১,৪১২টি গ্রামের ১১ লক্ষ বাসিন্দা। মোট ক্ষতিগ্রস্ত জেলা ৩৩টি।
রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর জানিয়েছে, মোরিগাঁও, তিনসুকিয়া, ধুবুরি, নগাঁও, নলবাড়ি, বরপেটা, ধেমাজি, গোয়ালপাড়ায় মারা গিয়েছেন ২২ জন। বিভিন্ন জায়গায় ভূমিধসে মারা গিয়েছেন ২৪ জন। অসম সরকার মৃতদের পরিবারকে ২ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে। নষ্ট হয়েছে ৫৩,৩৪৮ হেক্টর চাষের জমি।