প্যালেস্টাইনে দ্বিতীয় দফায় আড়াই মিলিয়ন ডলার সহযোগিতা ভারতের

প্যালেস্টাইনি শরণার্থীদের সাহায্যের জন্য রাষ্ট্রপুঞ্জের মাধ্যমে দ্বিতীয় দফায় মোট ২৫ লক্ষ আমেরিকান ডলার অর্থসাহায্য পাঠিয়েছে নয়াদিল্লি। ভারতীয় মুদ্রায় যার মূল্য ২০ কোটি ৭৮ লক্ষ টাকা।

ভারত বছরে প্যালেস্টাইনে ৫০ লক্ষ ডলার সহযোগিতা করবে রাষ্ট্রপুঞ্জের সাথে এই চুক্তির আওতায় প্রথম দফায় ২৫ লক্ষ আমেরিকান ডলার পাঠানো হয়েছিল।

রাষ্ট্রপুঞ্জের ‘রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি’র (ইউএনআরডব্লিউএ) মাধ্যমে ওই অর্থ পৌঁছে যাবে ফিলিস্তিনি হামলায় নিপীড়িত প্যালেস্টাইনে।

এর আগে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গড়ার পক্ষেই  জাতিসংঘে দাঁড়িয়ে ভারতের প্রতিনিধির সাফ বার্তা দেন, ‘আমরা চাই স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা পাক ফিলিস্তিন।’

জাতিসংঘের সাধারণ সভার বার্ষিক অধিবেশনে ফিলিস্তিনে মানবিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সেখানে জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ বলেন, ‘ভারত চায় ইসরাইল-ফিলিস্তিন সমস্যার শান্তিপূর্ণ ও দীর্ঘস্থায়ী সমাধান হোক। ফিলিস্তিন স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসাবে অবস্থান করুক। এবং তারা ইসরাইলের পাশেই নিরাপদ ও স্বীকৃত সীমান্ত ভাগ করুক। ভারত সব সময় চায় এ বিষয়ে পুনরায় সরাসরি আলোচনা শুরু হোক।’

Latest articles

Related articles