পারভেজ হোসেন,
এনবিটিভি নিউজ ডেস্কঃ
বরিশাল বিভাগে জ্বর, শ্বাসকষ্টসহ বিভিন্ন উপসর্গ নিয়ে মারা যাওয়া চারজনের নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস (কোভিড-১৯) ‘পজিটিভ’ এসেছে। একই সঙ্গে বিভাগে নতুন করে ৫৪ জনের করোনা ভাইরাস সংক্রমিত হয়েছে। এ নিয়ে বিভাগে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২২১৮। করোনায় মৃতের সংখ্যা বেড়ে হলো ৪৭।
আজ বুধবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক বাসুদেব কুমার দাস জানান, ভোলা জেলা বাদে বিভাগের পাঁচটি জেলায় নতুন করে ৫৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ ছাড়া উপসর্গ নিয়ে মারা যাওয়া আরও চারজনের নমুনা পরীক্ষায় কোভিড-১৯ ধরা পড়েছে।
বিভাগে এখন পর্যন্ত শনাক্ত হওয়া রোগীর মধ্যে বরিশাল জেলায় ১২৮৮ জন, পটুয়াখালীতে ২৫৩, ভোলায় ১৮৯, পিরোজপুরে ১৫৩, বরগুনায় ১৬৯ ও ঝালকাঠিতে ১৫৫ জন রয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৪৭ জন। আর সুস্থ হয়েছেন ৫৯৫ জন।