আমাদের দলের বড় সমস্য হলো কেউ উপরে উঠতে গেলে তাকে পা ধরে নিচে নামিয়ে দেওয়া হয়। এটা বন্ধ না করলে, আমাদের সাফল্য আসবে না বলে মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
বাংলা এসে বিজেপির ১৫ জনের নির্বাচনী কমিটি বেছে নেন অমিত শাহ। সূত্র জানায়, কমিটিতে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, অমিতাভ চক্রবর্তী, লকেট চট্টোপাধ্যায়, জগন্নাথ চট্টোপাধ্যায়, রাহুল সিনহার সঙ্গে থাকতে পারেন অমিত মালব্য়, মঙ্গল পাণ্ডে, সতীশ ধন্দ, আশা লকড়া, জ্যোর্তিময় মাহাত ও দীপক বর্মনও
জানা যায়, অমিত শাহর নির্দেশ বাস্তবায়নেই এই বৈঠক করে বঙ্গ বিজেপি। বৈঠকে অনুপম হাজরার অপসারণের প্রসঙ্গে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘আমাদের দলের প্রথম এবং শেষ কথা হল শৃঙ্খলা। সেটা না মানলে কি হয় তা গতকাল রাতে দেখেছেন । তাই এটা মেনে চলতে হবে’।
এর আগে, গতকাল মঙ্গলবার অমিত শাহ, জেপি নাড্ডা ফিরতেই বিজেপির কেন্দ্রীয় সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হয় অনুপম হাজরাকে। গত কয়েকদিন ধরেই রীতিমতো ‘বেসুরো’ হয়ে উঠেছিলেন তিনি। স্রেফ রাজ্য নেতৃত্বের সমালোচনা নয়, বোলপুরে তৃণমূলের ধরনা মঞ্চের সামনেও চলে গিয়েছিলেন। বারবার দলের বিরুদ্ধে মুখ খোলার জন্যই অপসারণের সিদ্ধান্ত।