ভগবদগীতা, কোরান, বাইবেল না দেশ চলছে সংবিধানের ভিত্তিতে: প্রিয়াঙ্ক খাড়গে

ভগবত গীতা, কুরআন এবং বাইবেল অনুসারে দেশ পরিচালনা হচ্ছে না বলে মন্তব্য করেছেন  কর্ণাটকের আরডিপিআর, আইটি ও বিটি মন্ত্রী প্রিয়াঙ্ক খড়গে।

বুধবার (২৭ ডিসেম্বর) হুব্বলিতে এক সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “দেশ সংবিধান অনুযায়ী পরিচালিত হচ্ছে। যে কোনো দলমত নির্বিশেষে, কর্ণাটকের সরকার সংবিধান অনুযায়ী কাজ করে। সরকার সংবিধানের ভিত্তিতে কাজ করে,” 

কর্ণাটকের সরকার বাসভ এবং আম্বেদকরের নীতি অনুসরণ করে। আগের সরকার হিন্দুত্বের নীতিতে কাজ করছিল। স্পিকারের আসনে বসে বিশ্বেশ্বর হেগড়ে কাগেরি তখন বলেছিলেন যে তিনি আরএসএসের পটভূমি থেকে এসেছেন।

বিজেপি কোভিড মহামারী চলাকালীন মানুষের জীবনের মূল্যে অর্থ লুট করেছে উল্লেখ করে তিনি বলেণ, “বিজেপি রাজ্য সভাপতি বি.ওয়াই. বিজয়েন্দ্রের উচিত বিজেপি বিধায়ক বসানগৌদা পাটিল ইয়াতনলের অভিযোগের জবাব দেওয়া।

Latest articles

Related articles