মো: সাগর ইসলাম
স্টাফ রিপোর্টার, গাইবান্ধা
উজান থেকে নেমে আসা পানির ঢলে গাইবান্ধায় বন্যার পানিতে ডুবে গেছে বাড়ি-ঘর, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান গুলো। পানি বিপদসীমার অতিক্রম করছে নদ নদী গুলোতে । একদিকে পানি অন্য দিকে হয় বৃষ্টি না হয় পচন্ড তাপদাহ রোদ ভরপুর পরিবেশের ভয়াল গ্রাসে আমরা আজ আচ্ছন্ন হয়ে পড়েছি এ হতে মুক্তির কি উপায় জানে সৃষ্টিকর্তা রাব্বুল আলামীন। আমরা তাহার সন্তুষ্টির জন্য করি ফরিয়ারদ কবুল করো দয়াময় আল্লাহ্ । গতকাল ১৭ জুলাই শুক্রবার গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার উত্তর দিঘলকান্দি মোল্লাপাড়া জামে মসজিদে পানি উঠায় স্থানীয় মুসল্লিদের মসজিদের সামনে নৌকায় করে জুমার নামাজ আদায় করতে দেখা য়ায়।