মসজিদে বন্যার পানি ঢোকায় গাইবান্ধায় নৌকায় জুম্মার নামাজ আদায়।

 

মো: সাগর ইসলাম
স্টাফ রিপোর্টার, গাইবান্ধা

উজান থেকে নেমে আসা পানির ঢলে গাইবান্ধায় বন্যার পানিতে ডুবে গেছে বাড়ি-ঘর, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান গুলো। পানি বিপদসীমার অতিক্রম করছে নদ নদী গুলোতে । একদিকে পানি অন্য দিকে হয় বৃষ্টি না হয় পচন্ড তাপদাহ রোদ ভরপুর পরিবেশের ভয়াল গ্রাসে আমরা আজ আচ্ছন্ন হয়ে পড়েছি এ হতে মুক্তির কি উপায় জানে সৃষ্টিকর্তা রাব্বুল আলামীন। আমরা তাহার সন্তুষ্টির জন্য করি ফরিয়ারদ কবুল করো দয়াময় আল্লাহ্ । গতকাল ১৭ জুলাই শুক্রবার গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার উত্তর দিঘলকান্দি মোল্লাপাড়া জামে মসজিদে পানি উঠায় স্থানীয় মুসল্লিদের মসজিদের সামনে নৌকায় করে জুমার নামাজ আদায় করতে দেখা য়ায়।

Latest articles

Related articles