আজ ফেনীতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪৯ জন।
মির্জা নাদিম
ফেনী জেলা প্রতিনিধি
এনবিটিভি ডেস্কঃ ফেনী সদর উপজেলায় ২৯ জন আক্রান্ত যা গত কালের চেয়ে
অনেক বেশি তেমনি ছাগলনাইয়া উপজেলাতে ০৯ জন দাগনভূইয়া উপজেলাতে ০৭ জন সোনাগাজী উপজেলাতে ০৩ জন অন্যান্য ০১ জন। এ নিয়ে ফেনী জেলায় মোট করোণা রোগীর সংখ্যা ৩১৩জন।
সিভিল সার্জেন ফেনী