উত্তরপ্রদেশে দলিত মহিলাকে ধর্ষণের পর খুন

প্রাক্তন প্রেমিকাকে ঘরে ডেকে ধর্ষণ ও তারপর গলায় ফাঁস দিয়ে খুনের অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশের এক পুলিস কনস্টেবলের বিরুদ্ধে। 

অভিযুক্ত  নাম রাঘবেন্দ্র সিংকে গ্রেপ্তর করেছে পুলিশ। রাগবেন্দ্রের ভাড়া বাড়ি থেকেই ২৫ বছর বয়সী ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আগরাতে।

জানা যায়, রাঘবেন্দ্র কর্মসুত্রে আগরার বেলানগঞ্জ ভাড়া থাকলেও তার বাড়ি ঝাঁঁসিতে।  ওই তরুণী গুরগাঁওয়ের একটি বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রের নার্স হিসাবে কর্মরতা ছিলেন। দুজনের কথাবার্তা হয় ঝাঁসিতে। সেখানে দুজনে নার্সিংয়ের প্রশিক্ষণও নিয়েছিলেন বলে জানিয়েছে মেয়েটির পরিবার।

রাঘবেন্দ্রর পরিবার দুজনের সম্পর্ক মেনে না নেওয়ায় তাদের বিয়ে হয়নি। কিন্তু পরস্পরের মধ্যে যোগাযোগ ছিল। ঘটনার দিন রাগবেন্দ্র ডিউটি থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। সে ভাড়া বাড়িতে ওই তরুণীকে ধর্ষণ করে। ধর্ষণের পর গলায় ফাঁস দিয়ে খুন করে ওই তরুণীকে।

উত্তরপ্রদেশ পুলিশের বিরুদ্ধে ঘটনাটি ধামাচাপা দেওয়ার অভিযোগ তুলেছে তরুণীর পরিবার। দেহ উদ্ধারের পরও অভিযুক্তকে গ্রেপ্তারে কালবিলম্ব করে পুলিশ।

পুলিস জানিয়েছে ময়নাতদন্তে ধর্ষণ ও গলায় ফাঁসের প্রমাণ মিলেছে। ধৃতের বিরুদ্ধে ধর্ষণ ও খুনের ধারায় মামলা দায়ের হয়েছে।

Latest articles

Related articles