কংস নদীর গতিপথ পরিবর্তনে কমবে ভোগান্তীঃ স্থানীয়দের সস্থি

 

মো.জাকিরুল ইসলাম
ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় কংস নদী ভাংগনে বিলীন হয়েছে বসতভিটা, বহুএকর ফসলী জমি এবং যোগাযোগ ব্যবস্থার মাধ্যম গ্রামীন সড়ক। আবার কোন কোন জায়গাই বুকটান করে জেগে উঠেছে চর। এমন চিত্র দেখা যায় উপজেলার ধুরাইল , আমতৈল, স্বদেশী এবং শাকুৃয়াই ইউনিয়নের বেশ কয়েকটি এলকায়। নদীপথের ভাংগনের ফলে স্বদেশী ইউনিয়নের নাশুল্লা এলাকার মানুষের ভোগান্তি ছিলো চরমে।। নদীগর্ভে চলে যাচ্ছিলো ইউনিয়ন পরিষদ, হাটবাজার গ্রামীণ সড়ক এমন কী ফসলী জমি এবং বসতভিটা। স্থানীয় উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক সায়েমের নেতৃত্বে গত আগস্ট মাসে পরিদর্শন করেছেন নৌপরিবহন কতৃপক্ষ। সেই ধারাবাহিকতায় শুরু হয়েছে গতিপথ পরিবর্তন এবং খনন কাজের।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাদেশের নৌপথের নাব্যতা ফিরিয়ে আনতে জাতীয় ভাবে দেশের অভ্যন্তরীণ ড্রেজিংয়ের মাস্টারপ্ল্যান করা হয়েছে। যেখানে বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) মাধ্যমে নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে অভ্যন্তরীণ নৌপথের ৫৩ টি রুটে ক্যাপিটাল ড্রেজিংয়ের মাধ্যমে গতিপথ পরিবর্তন ও খনন কাজ করা সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

প্রথম পর্যায়ের ২৪ টি নৌপথের গতিপথ পরিবর্তন এবং খনন প্রকল্পের কাজ শুরু হয়েছে। যেখানে কংস নদী খনন প্রকল্পটি রয়েছে।

২০১৯ সালের ২৩ মে নেত্রকোনায়

মাননীয় নৌপরিবহন প্রতিমন্ত্রী ভোগাই-কংস নদীর খনন কাজ উদ্বোধন করবেন। এসময় নৌপরিবহন প্রতিমন্ত্রী জানান, ভোগাই-কংস নদী নেত্রকোনার মোহনগঞ্জ থেকে শেরপুরের নালিতাবাড়ী পর্যন্ত নৌপথ খননের উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বর্তমানে নেত্রকোনার মোহনগঞ্জ, বারহাট্টা, পূর্বধলা এবং ময়মনসিংহের ফুলপুর, হালুয়াঘাট উপজেলায় বিভিন্ন এলাকায় এই খনন কাজ শুরু হয়েছে।

এই নৌপথটি খনন করা হলে এই অঞ্চলে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং কৃষি কাজ ও মৎস্য চাষে ব্যাপক উন্নতি ঘটবে সেই সাথে গ্রামীণ সড়ক,ইউনিয়ন পরিষদ ভবন, হাটবাজার রক্ষা পাবে বলে আশা করেছে স্থানীয় জনগণ।

জানতে চাইলে উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম বলেন, নিশ্চয়ই এটা আমাদের জন্য একটি বড় অর্জন। বিভিন্ন সময় আমার উপজেলার নদীপথের করুণ দশা তুলে ধরেছিলাম। জেলা প্রশাসক মহোদয়কে সার্বিক সহযোগিতায় কাজ এগিয়ে চলছে। কতৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

এ বিষয়ে হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রেজাউল করিম বলেন, বিষয়টি এই এলাকার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবী ছিল। ড্রেজিংয়ের মাধ্যমে নদীর গতিপথ পরিবর্তনের ফলে এলাকাবাসীর দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে বলে আমি আশা করি।

Latest articles

Related articles