গান স্যালুটের মাধ্যমে শেষকৃত্য সম্পন্ন হল টেরিটোরিয়াল আর্মির জাওয়ান প্রীতম কুমার দত্তের

জইদুল শেখ, মুর্শিদাবাদঃ মঙ্গলবার সকালে মুর্শিদাবাদের কান্দি শহরের অদূরে খড়গ্রাম থানার বালিয়া গ্রামে মৃত প্রীতম কুমার দত্তের শেষকৃত্য সম্পন্ন হল গান স্যালুটের মাধ্যমে রাষ্ট্রীয় মর্যাদায়। গ্রামের ছেলে প্রীতম কুমার দত্তকে একবার চোখের দেখা দেখার জন্য গ্রামের আবাল বৃদ্ধ বনিদার ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রসঙ্গত উল্লেখ্য গত ২৯ তারিখে মনিপুরে পাহাড়ে ধসের কারণে মৃত্যু হয় টেরিটোরিয়াল আর্মির জাওয়ান প্রীতম কুমার দত্তের। বীর প্রীতমের দেহ সোমবার গভীর রাত্রে গ্রামে ফিরতেই শোকে পাথর পরিবার থেকে শুরু করে আত্মীয়-স্বজন সকলেই। মঙ্গলবার সকালে বালিয়া ভেরামারি মাঠে প্রীতম কুমার দত্তের নিথর দেহ শায়িত রেখে খড়গ্রাম বিধানসভার বিধায়ক আশীষ মার্জিত, খড়গ্রাম সমষ্টি উন্নয়ন আধিকারিক বাপি ধর, কান্দি মহকুমা আরক্ষা আধিকারিক সাগর রানার উপস্থিতে ভারতীয় সেনাবাহিনীদের পক্ষ থেকে গান স্যালুটের মাধ্যমে রাষ্ট্রীয় মর্যাদায় পুষ্পার্ঘ্য নিবেদনের মলাধমে শেষ কৃত্য সম্পূর্ণ হলো প্রীতমের।

Latest articles

Related articles