চাকরি হারানোর পথে ছুটিতে আসা প্রবাসী ভাইয়েরা

মোহাম্মদ রেজাউল ইসলাম
এনবিটিভি প্রতিনিধি, চুয়াডাঙ্গা

#বাংলাদেশ থেকে বিমান চলাচল স্বাভাবিক না হলে চাকুরি হারানোর ঝুঁকিতে ছুটিতে আসা,সৌদিআরব ওমান বাহরাইন কাতার কুয়েতও ওমানের প্রবাসীরা,
বাংলাদেশ থেকে বিমান চলাচল দ্রুত স্বাভাবিক না’হলে ছুটিতে দেশে আসা সকল প্রবাসীদের অকল্পনীয় ক্ষতি হয়ে যাবে। অনেকেই চাকুরি হারানোর ঝুঁকিতে আছেন। অনেকের ভিসার মেয়াদ শেষ। পাশের দেশগুলো শ্রমবাজার দখল করে নিবে এবং বাংলাদেশের শ্রম বাজার থুবড়ে পড়বে। এক একটা প্রবাসীর উপর তার পুরো পরিবার নির্ভরশীল। ছুটিতে আসা প্রবাসীরা ফেরত না যেতে পারলে,চরম আর্থিক সংকটে মুখে পড়বে,এবং মানসিক ভাবে ভেঙ্গে পড়বে। ইতিমধ্যে প্রায়ই সকল প্রবাসীরাই প্রচন্ড মানসিক চাপের মধ্য দিয়ে দিন পাড় করছে,অসংখ্য প্রবাসী দেশে আটকে পড়ায় বেকারত্ব জীবন নিয়ে পরিবারের সদস্যদের নিয়ে অনেক কষ্টে আছে। চক্ষু লজ্জায় কাউকে কিছু বলতেও পারছেনা, তাই সরকার এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে আবেদন স্বাস্থ্যবিদি মেনে বিমান চলাচল পরিচালনা করা হোক,নচেৎ আটকে পড়া সকল প্রবাসীদের সরকারের পক্ষ থেকে সহযোগীতা অতি জরুরী।

Latest articles

Related articles