রিপোর্টার
মোঃরেজাউল ইসলাম চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গার জেলার অভিশাপের আরেক নাম( আলমডাঙ্গা থেকে হাটবোয়ালি) রাস্তা। যেখানে প্রতিদিন হাজারও মানুষ নিজ প্রয়োজনে যাওয়া আসা করেন এই রাস্তা দিয়ে। রাস্তার বেহাল দশার কারনে সাধারণ পথচারীদের নানান রকমের সমস্যার মধ্যে পড়তে হয়।
জানা গেছে গত দুই বছর ধরে রাস্তার কাজ চলে আসলেও সংস্কার কাজ হলেও পরবর্তিতে কোনো কাজ হয়নি । গত ৫মাস ধরে রাস্তার কাজ পুরো বন্ধ হয়ে গেছে।
সমস্যাষ্টি আরও বেশি আকার ধারন করেছে।
রাস্তায় চলাচলকারী কয়েকজন ভুক্তভোগী জানায় নিয়মিতভাবে এই রাস্তায় বিভিন্ন গাড়ি দূর্ঘটনার কবলে পড়ে। চলাচল ও হয়ে উঠেছে কঠিন তাই রাস্তাটি খুব দ্রুত মেরামোত করা প্রয়োজন।
দ্রুত রাস্তাটির সমস্যা সমাধান হবে বলে মনে করেন ভুক্তভোগী এলাকাবাসী।