রিপোর্টার
মোঃ রেজাউল ইসলাম চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার জাহিদুল ইসলাম এর দিকনির্দেশনায় দর্শনা থানার ভারপ্রাপ্ত ইনচার্জ ওসি (তদন্ত) শেখ মাহাবুবুর রহমানের নেতৃত্বে। গতকাল মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যার দিকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এএসআই হারুন হোসেন সহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে দর্শনা থানাধীন আকন্দবাড়িয়া আবাসনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় ১ কেজি গাঁজাসহ দুই মাদকব্যবসায়ীকে আটক করে পুলিশ। আটককৃত হলেন আকন্দবাড়িয়া আবাসনের মৃত্যু ঠান্ডু শেখের ছেলে সুজন (২২) ও রাজবাড়ী জেলার নাদুরিয়া গ্রামের শ্রী কেষ্ট মিত্র’র ছেলে শ্রী রাজন মিত্র (২৫) কে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় ১ কেজি গাঁজা। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে আলাদা আলাদা মমলা রুজু করা হয়েছে।