হাফসা জান্নাত, স্টাফ রিপোর্টার, এনবিটিভি।
ফেসবুকে স্বাস্থ্য মন্ত্রী নাসিমকে নিয়ে কুটুক্তি করায় গ্রেফতার হলেন রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের শিক্ষক কাজি জাহিদুর রহমান।
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বুধবার রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের পশ্চিমপাড়া শিক্ষক কোয়ার্টারের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কাজী জাহিদুর রহমান রাবির কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক। অপরদিকে মামলার বাদী হলেন, রাজশাহী নগরীর সাগরপাড়ার বাসিন্দা অ্যাডভোকেট তাপস কুমার সাহা। বুধবার রাত সাড়ে ৯টার দিকে মতিহার থানায় তিনি অভিযোগটি দায়ের করেন।