মো:সৈকত আলী, প্রতিনিধি, এনবিটিভি।
নীলফামারীর টেংগনমারী বাজারের পাশে অবস্থিত চারালকাটা নদি।সেচ ব্যবস্থায় উন্নয়ন করার জন্য পানিউন্নয়ন বোর্ড নীলফামারী কতৃক চারালকাটা নদীর খনন কার্য শুরু হয়।নদীর প্রস্থ ১০০ মিটার এবং দৈর্ঘ্য ৩০ কিলোমিটার জুড়ে এখনো চলছে খননকাজ।
কিন্তু গোপন সুত্রে জানা গেছে, স্থানীয় নেতা এবং প্রভাবশালী ব্যক্তিরা নদীর সরকারি বালু নিজ সম্পত্তির মত বিক্রি করছে। এ পর্যন্ত প্রশাসনের নজরে আসে নি তাই কোনো পদক্ষেপ নেওয়া হয় নি।
তাই সরকারি সম্পত্তি রক্ষার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ণন করছি এবং বালু অপসরণ চক্রকে অতিসত্বর গ্রেফতারের দাবি জানাচ্ছি