ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধকে নাৎসি জার্মানির ইহুদিদের গণহত্যার সাথে তুলনা করে তিনি বলেন, “তারা হিটলারকে নিয়ে খারাপ কথা বলত। হিটলার থেকে আপনার কি পার্থক্য আছে? নেতানিয়াহু যা করছেন তা কি হিটলারের চেয়ে কম?”
বুধবার (২৭ ডিসেম্বর) রাজধানী আঙ্কারায় এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এরদোগান এসব বলেন
“তিনি হিটলারের চেয়েও ধনী, তিনি পশ্চিমাদের সমর্থন পান। সব ধরনের সমর্থন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসে। এই সমস্ত সমর্থন দিয়ে তারা কী করেছিল? তারা ২০ হাজারের বেশি গাজাবাসীকে হত্যা করেছে,”
তার বক্তব্যের প্রেক্ষিতে নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, “এরদোগান কুর্দিদের গণহত্যা করেছেন, তার শাসনের বিরোধিতাকারী সাংবাদিকদের কারারুদ্ধ করার বিশ্ব রেকর্ড করেছেন।
এর আগে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ইসরাইলকে “সন্ত্রাসী রাষ্ট্র” বলে অভিযুক্ত করেন।
গাজায় ইসরাইলি হামলায় এ পর্যন্ত মারা গেছেন ২০ হাজার মানুষ। আহত হয়েছেন ৫৫ হাজার।বাস্ত্যচুত হয়েছেন ২.৩ মিলিয়ন মানুষ।