এনবিটিভি ডেস্ক: থামার কোনও লক্ষণ নেই। পরপর ১১ দিনই বাড়ল পেট্রোল, ডিজেলের দাম। বুধবার পেট্রোলের দর বাড়ল লিটারে ৫৫ পয়সা, ডিজেল ৬০ পয়সা প্রতি লিটারে। সবমিলিয়ে ১১ দিনে পেট্রোলের দাম বেড়েছে ৬ টাকা ২ পয়সা, ডিজেলের দাম বাড়ল লিটারে ৬ টাকা ৪ পয়সা। দিল্লিতে বুধবার পেট্রোল ৭৭ টাকা ২৮ পয়সা, ডিজেল ৭৫ টাকা ৭৯ পয়সা। ৮২ দিন দাম না বাড়ানোর পর গত ৭ জুন থেকে শুরু হয়েছে দৈনিক দাম সংশোধন। তারপর থেকে প্রতিদিনই বেড়ে চলেছে জ্বালানি তেলের দাম। কেন্দ্র জ্বালনি তেলের ওপর উৎপাদন শুল্ক বাড়ানোর পর থেকেই দৈনিক মূল্যবৃদ্ধি বন্ধ রেখেছিল তেল কোম্পানিগুলি।