আলিনুর মণ্ডল, বসিরহাটঃ গত রাত ১২ টা নাগাদ মাটিয়া থানার সামনে আচমকায় একটি পাট বোঝায় লরিতে আগুন লেগে যায়। সেই আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়ে যায় লরিটি।
সূত্র মারাফত জানা যায়, মাটিয়া থানার অন্তর্গত বেঁকি বাজার থেকে পাট বোঝাই করে বাইরের উদ্দেশ্য গাড়িটি রওনা হচ্ছিলো। কিন্তূ হঠাৎ করে মাটিয়া থানার সামনে আগুন লেগে যায় লরিতে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন, প্রায় দু ঘণ্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে।
গাড়ি থেকে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের বিভিন্ন দোকান ও বাড়িতে। দমকলের বিশেষ টিমের প্রচেষ্টায় দু ঘণ্টায় নিয়ন্ত্রনে আসে আগুন।
কীভাবে আগুন লেগেছে তা নিয়ে তদন্ত শুরু করেছে মাটিয়া থানার পুলিশ। তিনি জানান, গোটা ঘটনা খতিয়ে দেখছি কি ভাবে আগুন লাগলো তা নিয়ে আমরা তদন্ত শুরু করছি।