প্রত্যেক মুসলমান চারটি করে সন্তান জন্ম নিচ্ছে : বিজেপি বিধায়ক

হিন্দুরা একটি বা দুটি সন্তান জন্ম দিতে থাকলে মুসলিম জনসংখ্যা ভারতে হিন্দুদের চেয়ে বেশি হবে মন্তব্য করে বিতর্কের সৃষ্টি করেছেন কর্ণাটকের উডুপি আসনের বিজেপি বিধায়ক হরিশ পুঞ্জা।

৭ জানুয়ারি বেলথাঙ্গাদি তালুকের পেরাডিতে আয়োজিত আয়াপ্পা দীপোৎসব ধর্মিকা সভায় তিনি এই বক্তব্য দেন।

তিনি বলেন, “কিছু লোক মনে করে ভারতে হিন্দু জনসংখ্যা ৮০ কোটি আর মুসলমান মাত্র ২০ কোটি। তবে অন্য দিকটাও চিন্তা করতে হবে। আমরা বিশ্বাস করি  মুসলমানরা সংখ্যায় কম। তারা কোন ক্ষতি করবে না। কিন্তু মুসলমানরা প্রত্যেকে চারটি করে সন্তানের জন্ম দিচ্ছে কিন্তু আমাদের (হিন্দুদের) বেশিরভাগই একটি বা দুটি সন্তান আছে। যদি ২০ কোটি মুসলমান প্রত্যেকে চারটি সন্তানের জন্ম দেয় তবে তাদের জনসংখ্যা ৮০ কোটি হবে। আমাদের জনসংখ্যা ২০ কোটিতে নেমে আসবে”।

তিনি আরো বলেন, একবার মুসলিম জনসংখ্যা যদি ৮০ কোটি হয় আর হিন্দুদের জনসংখ্যা  কমে যায় তাহলেদেশে হিন্দুদের দুর্দশা কল্পনা করতে পারেন? এই দেশে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ হলে আপনাকে ঘরে বসে হিন্দুদের দুর্দশার কথা ভাবতে হবে।

Latest articles

Related articles