Wednesday, February 26, 2025
29 C
Kolkata

বরিশালে নারী চিকিৎসককে উত্ত্যক্ত করায়, দুই কর্মচারীকে মারধর:

পারভেজ হোসেন
এনবিটিভি নিউজ ডেস্কঃ

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত এক ইন্টার্ন নারী চিকিৎসককে উত্ত্যক্ত করার জেরে চতুর্থ শ্রেণীর দুই কর্মচারীকে মারধরের অভিযোগ উঠেছে।

এদিকে, মারধরের বিষয়টি অস্বীকার করে নারী ইন্টার্ন চিকিৎসককে উত্ত্যক্তের বিচার দাবি করেছে ইন্টার্ন চিকিৎসকরা। অপরদিকে পরিচালক বলছেন, বিষয়টি তদন্ত করে নেয়া হবে যথাযথ ব্যবস্থা।

বৃহস্পতিবার (২ জুলাই) বেলা ১১ টার দিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেনের কাছে বিচার চাইতে যান হাসপাতালের তৃতীয়-চতুর্থ শ্রেণীর কর্মচারীরা।

দুই কর্মচারী, অফিস সহায়ক দিদারুল ইসলাম ও নুরুল ইসলামকে ইন্টার্ন চিকিৎসক কর্তৃক মারধরের ঘটনার অভিযোগ করেন তারা।

সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানায়, হাসপাতালের এক নারী ইন্টার্ন চিকিৎসক গত ২৭ জুন করোনা আক্রান্ত হয়ে করোনা ওয়ার্ডে ভর্তি হন। তিনি তৃতীয় তলার একটি কক্ষে ছিলেন। ইন্টার্ন চিকিৎসক তরিকুল ইসলাম জানান, ২৮ জুন উল্লেখিত দুইজন নানা অজুহাতে একাধিকবার করোনা আক্রান্ত ওই ইন্টার্ন চিকিৎসকের কক্ষে প্রবেশ করে এবং তাকে উত্ত্যক্ত করে। এ ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তিনি। বিষয়টি তিনি তার সহকর্মীদের মুঠো ফোনে জানান।

এরপর ২৯ জুন রাতে দিদারুল ও নুরুল ইসলামকে হাবিবুর রহমান ছাত্রাবাসে নিয়ে মারধর করার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগীরা আরো বলেন, ইন্টার্ন চিকিৎসকের রুমে তারা ভুলে ঢুকে পড়েছিলেন এবং তাৎক্ষণিকভাবে ক্ষমাও চেয়েছেন।

Hot this week

মহম্মদ সেলিম প্রশাসনের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন –

১) দুটো গাড়িতে রেষারেষির কারণ কি ? ২) একদল মানুষ...

পানাগড় কাণ্ডে  সরব সিপিএম নেতৃত্ব !তদন্তে পুলিশি গাফিলতি, অভিযোগ পরিবারের ! 

আবারো রাজ্যে মহিলা নিরাপত্তা প্রশ্নের মুখে। রবিবার গভীর রাতে...

রাতারাতি উড়ে এলো ৪৫০০ নতুন ভুতুড়ে ভোটার, বিতর্কে ঘুম উড়ল নির্বাচন কমিশনের

ভোটার তালিকায় ভুয়ো ভোটারদের নাম অন্তর্ভুক্তির অভিযোগের পরিপ্রেক্ষিতে, রাজ্যের...

সিপিআই(এম) : পুনরায় রাজ্য সম্পাদক নির্বাচিত হলেন মহম্মদ সেলিম, কে কে রইলেন রাজ্য কমিটি তে কারা পড়লেন বাদ ?

সিপিআইএমের রাজ্য সম্মেলনে মহম্মদ সেলিম পুনরায় রাজ্য সম্পাদক হিসেবে...

Topics

মহম্মদ সেলিম প্রশাসনের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন –

১) দুটো গাড়িতে রেষারেষির কারণ কি ? ২) একদল মানুষ...

পানাগড় কাণ্ডে  সরব সিপিএম নেতৃত্ব !তদন্তে পুলিশি গাফিলতি, অভিযোগ পরিবারের ! 

আবারো রাজ্যে মহিলা নিরাপত্তা প্রশ্নের মুখে। রবিবার গভীর রাতে...

রাতারাতি উড়ে এলো ৪৫০০ নতুন ভুতুড়ে ভোটার, বিতর্কে ঘুম উড়ল নির্বাচন কমিশনের

ভোটার তালিকায় ভুয়ো ভোটারদের নাম অন্তর্ভুক্তির অভিযোগের পরিপ্রেক্ষিতে, রাজ্যের...

আহিরীটোলায় সুটকেসে মিলল মৃতদেহ, অভিযোগের তীর মা ও মেয়ের দিকে

আজ সকালে আহিরীটোলা থেকে ট্রলি ব্যাগ বন্দী মহিলার দেহ...

দুর্গন্ধে নাজেহাল এলাকাবাসী, মাত্র ২৫০০ টাকার জন্য খুন হল আক্রম আলী

একটা উগ্র পচা গন্ধে নাজেহাল এলাকাবাসী। এরপর বাসিন্দারা নিজেরাই...

Related Articles

Popular Categories