আজ বুধবার (১০ জুন) ভারতের অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ শুরু হতে যাচ্ছে। মন্দিরটির ভিত্ততি প্রস্তর স্থাপন শুরু হবে প্রথম ইট বসিয়ে। মন্দির ট্রাস্ট প্রধান মুখপাত্র বলেছেন, এই অনুষ্ঠান শুরু করা হবে কুবের টিলা মন্দিরের শিবমূর্তিতে পুজোর মাধ্যমে।
পুঁজাটি প্রায় ২ ঘণ্টা ধরে চলবে বলে জানান কমল নয়ন। তারপর শুরু হবে ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ।
জানা যায়,গত বছর নভেম্বর মাসে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে রাম জন্মভূমিতে মন্দির নির্মাণের অনুমতি দেয়। এবছর মার্চ মাসে রামলাল্লা বিদ্রহকে কেন্দ্র করে অস্থায়ী মন্দিরস্থল নতুন জায়গায় স্থানান্তরিত করা হয়। সেখানে অস্থায়ী জায়গায় পূর্ণাঙ্গ মন্দির স্থাপন করা হবে।
জমিতে ষোড়শ শতাব্দীর বাবরি মসজিদকে ধ্বংস করে করসেবকরা। অযোধ্যাদের বিতর্কিত জমির কারণে ১৯৯২ সালে ষোড়শ শতকের বাবরী মসজিদকে ধ্বংস করে দেয়। তারা দাবী করেছিল, বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির ছিল।
এই বিতর্কের কারণেই সেখানে রাম জন্মভূমি-বাবরি মসজিদ জমিতে রাম মন্দির নির্মাণের রায় দেয় সুপ্রিম কোর্ট। অন্য এক পাশে নতুন করে অযোধ্যায় সেই মসজিদ নির্মাণের জন্য ৫ একর জমি লিখিত প্রদান করারও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। অপরদিকে লখনউয়ের বিশেষ আদালতে এখনো চলছে বাবরি মসজিদ ধ্বংসের মামলা।