বাংলা ভাষা ও সংস্কৃতি মঞ্চের উদ্যোগে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বারাসাতে নন্দগড় নেতাজি নগর স্পোর্টিং ক্লাবের মাঠে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা জমায়েত হয়। ওখানে মৌসুমি বেগমের অমর একুশের সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়েই বর্ণাঢ্য শোভাযাত্রার সূচনা হয়। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। যথা নন্দগড় উন্নয়ন সমিতি, মুক্তাঙ্গন ওয়েলফেয়ার সোসাইটি, উত্তরাচল ওয়েলফেয়ার ট্রাস্ট, সিরাত সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড এডুকেশনাল ট্রাস্ট, বাংলা ও বাঙালি, নেতাজি নগর স্পোর্টিং ক্লাব, কাজীপাড়া হযরত শাহ হাই স্কুল সহ একাধিক সংগঠন। ট্যাবলো নিয়ে যশোহর রোড ধরে জগদিঘাটা কাজীপাড়া দরগা রোড হয়ে কাজীপাড়া মেনরোড দিয়ে বিজয়নগর রামকৃষ্ণ পুর হয়ে নন্দগড় শিশু উদ্যানে এসে শোভাযাত্রা শেষ হয়।
বক্তব্য রাখেন নন্দগড় উন্নয়ন সমিতির সভাপতি মলয় কান্তি দাস, পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ এর উপসচিব ড. আজিজার রহমান, সাহিত্যিক লোকমান হাকিম, প্রাক্তন প্রধান শিক্ষক নরেন্দ্রনাথ ভট্টাচার্য, সিফাতের সম্পাদক শেখ আব্দুল আজিম, মুক্তাঙ্গন ওয়েলফেয়ার সোসাইটির মুফিজুর রহমান, ইসরাইল, সীরাত সোশাল ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশন ট্রাস্ট রাজ্য সম্পাদক শিক্ষক আবু সিদ্দিক খান, প্রগ্রেসিভ ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি সিয়ামত আলি, বাংলা ভাষা ও সংস্কৃতি মঞ্চের ফারুক আহমেদ, কবি সেলিম দূরানি বিশ্বাস, মোস্তাফিজুর রহমান, মৌসুমী বেগম, মোয়াজ্জেম হোসেন মাহবুব আলম, ফাহিমুল হোসেন প্রমূখ।
Related articles