বিজেপি কর্মীর উপর হামলায় অভিযুক্ত তিন মুসলিমের বাড়ি বুলডোজ়ার দিয়ে গুঁড়িয়ে দিল মধ্যপ্রদেশ সরকার।
মধ্যপ্রদেশের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী মোহন যাদবের নির্দেশে ওই তিন ব্যক্তির বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দেবেন্দ্র ঠাকুর নামে এক বিজেপি কর্মীর উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে ফারুক নামে এক ব্যক্তির বিরুদ্ধে। সেই হামলায় কাটা পড়েছে দেবেন্দ্রর হাত। প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, রাজনৈতিক শত্রুতার জেরেই এই হামলা। গত ৩ ডিসেম্বর বিধানসভা নির্বাচনের ফলঘোষণা হয় মধ্যপ্রদেশে। ওই দিনই দেবেন্দ্রর উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় নিজে দেবেন্দ্রকে দেখতে যান।
বিজেপি নেতারা এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখান ও অভিযুক্তদের যথাযথ শাস্তির দাবি করেন।
ফারুক ছাড়াও ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে পুলিশ আসলাম, শাহরুখ, বিলাল ও সামির নামে আরো তিনজনকে গ্রেফতার করে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) যথাযথ বিল্ডিং প্লান না থাকার অভিযোগে তাদের তিনজনের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়।
হবিগঞ্জ পুলিশ স্টেশনের এক অফিসার জানান, অভিযুক্ত তিনজনের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ফারুকের বিরুদ্ধে আগে থেকেই ন্যাশনাল সিকিউরিটি এক্টে অভিযোগ ছিল।
মানবাধিকার কর্মীরা বিজেপি সরকারের বিরুদ্ধে মুসলিমদের টার্গেট করে বাড়ি গুঁড়িয়ে দেওয়ার সমালোচনা করে আসছে।
বুলডোজ়ার চালানোর নির্দেশ প্রথম দিলেও, মুখ্যমন্ত্রী হয়েই একাধিক নিষেধাজ্ঞাও জারি করেছেন মোহন। প্রকাশ্য স্থানে মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা, এমনকি খোলা বাজারে মাছ-মাংস-ডিম বিক্রির উপরেও বিধিনিষেধ জারি করেছে মোহনের সরকার।