বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ

লোকসভা নির্বাচনের সময় মালদহের হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের কুশিদা জিপির খড়মপুর এলাকায় দাপিয়ে ভোট করেছিল বিজেপি। এবার বিধানসভা নির্বাচনে ঠিক আগে সেই খড়মপুরে বিজেপি-তে বড় ধরনের ভাঙন ধরাল তৃণমূল।  সোমবার খড়মপুর সংসদের বিজেপি নেতা অজয় চৌধুরী ও ভরত গোস্বামী সহ প্রায় পাঁচশত বিজেপি কর্মী তৃনমূল দলে যোগ দিয়েছেন বলে দাবি তৃণমূল নেতৃত্বের।

কুশিদা অঞ্চল তৃনমূল কংগ্রেসের নেতৃত্বে খড়মপুর বুথে এই যোগদান কর্মসূচি হয়। অঞ্চল সভাপতি মহ:নুর আজম ও সহ সভাপতি রতন সাহা ওই বিজেপি কর্মীদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন।

এদিনের এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুশিদা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান প্রকাশ দাস, তৃণমূল মাইনোরিটি সেলের সভাপতি সোহেল দিদার ও হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের মাইনোরিটি সেলের সহ সভাপতি আব্দুল রশিদ সহ স্থানীয় নেতৃত্বরা।

কুশিদা অঞ্চল তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান প্রকাশ দাস ও অঞ্চল সভাপতি নুর আজম স্বাগত জানান।

Latest articles

Related articles