বিজেপি নেতার বোর্ড লাগানো গাড়ি থেকে আফিম উদ্ধার

গোলাম হাবিব,মালদা,এনবিটিভি:
বিজেপি নেতার বোর্ড লাগানো গাড়ি থেকে আফিম আঠা উদ্ধার করলো পুলিশ। ওই গাড়ি সমেত কালিয়াচক থানার পুলিশের হাতে গ্রেফতার চার পাচারকারী। গোপনসূত্রের খবর, ২৮শে জুন রবিবার রাতে অভিযান চালিয়ে বালিয়াডাঙ্গা থেকে গোলাপগঞ্জ যাওয়ার রাস্তা থেকে ধৃতদের পাকড়াও করে পুলিশ।
পুলিশ সূত্রে জানাগেছে,ধৃতরা হলেন, নয়ন আনসারী(২৯), ইনতিয়াজ আনসারী(২৯), তৌফিকুল আনসারী(২৪) ও প্রদীপ কুমার মাহাতো(১৯)। ধৃতরা ঝাড়খণ্ডের রাঁচির আনগড়া এলাকায়। উদ্ধার হয়েছে ২ কেজি ৬০০ গ্রাম আফিম আঠা। পুলিশ হেফাজতে নিয়েছে একটি গাড়ি। সেই গাড়িতে আনগড়া মন্ডল বিজেপি কোষাধ্যক্ষ হিসেবে বোর্ড লাগানো।
প্রাথমিক তদন্তে, পুলিশের অনুমান এই আফিম আঠা কালিয়াচক থেকে রাচি নিয়ে যাওয়ার জন্যই এসেছিলেন। তার আগেই পুলিশ তাদের গ্রেফতার করে। সোমবার ধৃতদের মালদা জেলা আদালতে পাঠিয়ে তদন্তপ্রক্রিয়া শুরু করে দিয়েছে কালিয়াচক থানার পুলিশ।

Latest articles

Related articles